সিসিটিভির ফুটেজে দেখা যায় একদর দুর্বৃত্ত অস্ত্র নিয়ে ক্যাম্পসে ঢোকে। পরে তারা নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকসেডে ঢোকে। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে ফিরে যান।
শুক্রবার (২৭ জুন) সকালে ক্যাম্পাস গিয়ে দেখা গেছে শ্রমিকরা বেশ আতঙ্কগ্রস্ত অবস্থায় আছেন।
ভোলা থেকে আসা নির্মাণ শ্রমিক শহিদুল ইসরাম জানান, প্রতিদিনের মত তারা রাতে খাবার খাচ্ছিলেন, এ সময় একদল দুর্বৃত্ত ভারী অস্ত্র নিয়ে সেডে প্রবেশ করে। সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বুকে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন কেড়ে নেয়।
তিনি আরও বলেন, ‘জীবনে এমন অস্ত্র কখনই দেখিনি। তার আমাদের বরেছে এখানে চাঁদা না দিয়ে কাজ করা যাবে না। যদি কাজ করি তাহলে আমাদের মেরে ফেলা হবে। তাই সকাল থেকে কাজ বন্ধ রেখেছি।’
আরও পড়ুন: রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
বাবুর্চি রহিম বলেন, ‘তারা মোবাইল চাওয়ার পরে দিতে চাইনি, তখন আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। অনেক গালি দিয়েছে। আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করতে এসেছি। এখন তো আমাদের সব কিছু নিয়ে গেছে। প্রচণ্ড ভয়ে আছি।’
বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা যায়, ক্যাম্পাসে প্রশাসনিক ও একাডেমি ভবনেরর নির্মাণ কাজ চলছে। প্রশাসনিক ভবনের ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ১০ লাখ টাকা ও একাডেমি ভবনের ব্যয় ১৮ কোটি ৩৭ লাখ টাকা।
রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুর গফুর বলেন, ‘গতকাল রাতে একদল সশস্ত্র গ্রুপে চাঁদার দাবিতে শ্রমিকদের মোবাইল ফোন নিয়ে যায় একই সময় কাজ বন্ধ রাখতে বলে। তবে কার এসেছেন সে বিষয়টি নিশ্চিত হতে পারিনি। বিষয়টি স্থানীয় সকল প্রশাসনকে জনানো হয়েছে। থানায় জিডিও করা হয়েছে।’
রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান বলেন, ‘এটি দুঃখ জনক ঘটনা। তবে এর আগে দুই একবার এমন ঘটনা ঘটেছে বলে শুনেছিলাম। তবে তখন কোনো প্রমাণ ছিল না। তবে গত রাতে কারা এসেছে, সিসি টিভি ফুটেজের মাধ্যমে দেখার সুযোগ হয়েছে। স্থানীয় প্রশাসনকে সেগুলো সরবরাহ করা হয়েছে। আশা করছি প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। বিশ্ববিদ্যালয় এগিয়ে যাওয়ার প্রক্রিয়া সহজ করবেন এমনটি প্রত্যাশা করি।’
রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ‘রাতে চাঁদার দাবিতে সশস্ত্র গ্রুপ কাজ বন্ধ করেছে বলে শুনেছি। তাদের পক্ষ থেকে একটি জিডি পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান আছে।’
আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
অপরদিকে চাঁদার দাবিতে রাবিপ্রবিতে সশস্ত্র সন্ত্রাসীরা হানা ও চাদা দাবির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ‘পিসিসিপি’ রাঙ্গামাটি জেলা শাখা।
প্রেসবিজ্ঞপ্তিতে তারা দাবি করেন রাঙ্গামাটি শহরের আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়কটির পুরো এলাকায় পাহাড়ের সশস্ত্র সংগঠন সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গ্রুপের প্রভাব বলয় রয়েছে। তারাই এই কাজের সাথে জড়িত।