রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি

৩ দিন আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় সোমবার (১২ মে) রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার পর এটিই মোদির প্রথম ভাষণ।

পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুর চালানোর পর টানা চারদিন তীব্র হামলা পাল্টা হামলা হয় দুই দেশের। এরপর শনিবার (১০ মে) উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে।

 

আরও পড়ুন:ভারত-পাকিস্তানের সামরিক অভিযান প্রধানদের আলোচনা পেছাল

 

এর আগে যুদ্ধবিরতির পর পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে ফোনে কথা বলার কথা ছিল ভারত-পাকিস্তানের সামরিক অভিযান প্রধানদের মধ্যে। সেই ফোনালাপ সোমবার দুপুরে হওয়া কথা থাকলেও তা সন্ধ্যায় পরিবর্তন করা হয়। তবে এর কারণ জানানো হয়নি। 

 

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার প্রতিশোধ নিতে ৭ মে অপারেশন সিন্দুর শুরু করার দাবি জানায় ভারত। এরপর পাল্টা হামলা চালায় পাকিস্তান। 

 

পহেলগাম হামলায় ২৬ জন নিহত হন - তাদের মধ্যে ২৪ জন ভারতীয় পর্যটক, একজন নেপালের পর্যটক এবং একজন স্থানীয় ব্যক্তি। 

 

আরও পড়ুন:যুদ্ধবিরতির অনুরোধ করেছে ভারত, দাবি পাকিস্তানের

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন