শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, দেড় শতাধিক শিক্ষার্থী দুপুর আড়াইটার দিকে কুয়েটের প্রধান গেটের সামনে জড়ো হয়। কুয়েট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তারা বেলা ৩টার দিকে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসের মধ্যে প্রবেশ করে।
বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানালেও সিন্ডিকেটের সভা ছাড়া একাডেমিক কার্যক্রম ও হলগুলো খোলা সম্ভব নয় বলে জানান তারা। এছাড়া ক্যাম্পাসের দুটি গেটে পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করলেন দেড় শতাধিক শিক্ষার্থী, হল খুলে দেয়ার দাবি
ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক আহত হন। এ ঘটনার পর ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের আইনগত কিছু বিষয় রয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।