হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজিত এই প্রতিযোগিতায় এটি ছিল খুলনার প্রথম ম্যাচ। দলের ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড রাজু ম্যাচের ১৩, ৫৭ ও ৬৯ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে খুলনার পক্ষে আরেকটি গোল করেন সাব্বির।
অন্যদিকে, ঝিনাইদহ জেলার হয়ে ৫৪ মিনিটে শাহারুল ও ৮৬ মিনিটে সাজ্জাদ একটি করে গোল শোধ করেন।
আরও পড়ুন: বিএনপি সরকার গঠন করলে শিক্ষাক্রমে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা হবে: বাফুফে সভাপতি
দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাচসেরার পুরস্কার জিতে নেন রাজু। ম্যাচ শেষে খুলনা জেলা ক্রীড়া কর্মকর্তা আলীমুজ্জামান ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন।
এ জয়ের ফলে চূড়ান্ত পর্বের পথে অনেকটা এগিয়ে গেল খুলনা জেলা দল। আগামী ১২ অক্টোবর ঝিনাইদহ স্টেডিয়ামে দুই দলের ফিরতি লড়াই অনুষ্ঠিত হবে। এর আগে গোপালগঞ্জের বিপক্ষে এক জয় ও এক ড্রয়ের ভিত্তিতে দ্বিতীয় রাউন্ডে উঠে খুলনা।

৪ সপ্তাহ আগে
৯








Bengali (BD) ·
English (US) ·