সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করেন তারা।
সাধারণ শিক্ষার্থীরা জানান, সম্প্রতি শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনের সময় একটি পক্ষ ভুয়া ভুয়া বলে অবমাননা করে। এর প্রতিবাদে আমরা আজ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনা করেছি।
তারা আরও জানান, বাংলাদেশি হিসেবে আমরা জাতীয় পতকা এবং জাতীয় সংগীতের অবমাননা কোনোভাবে মেনে নিতে পারি না। বাংলাদেশে কেউ রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী হয়েই করতে হবে বলে মন্তব্য করেন তারা।
আরও পড়ুন: রবীন্দ্রনাথের গান জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত: তারেক রহমান
]]>