রাজস্থানকে উড়িয়ে পয়েন্ট টেবিলের তিনে বেঙ্গালুরু

৬ দিন আগে
রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি এবং ফিল সল্টের ফিফটিতে রাজস্থানের দেয়া ১৭৪ রানের লক্ষ্য ১৫ বল এবং ৯ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে বেঙ্গালুরু।

এই জয়ে পয়েন্ট টেবলের তৃতীয় স্থানে উঠে এসেছে বেঙ্গালুরু। ৬ ম্যাচে তাদের জয় ৪টি। অন্যদিকে, ঘরের মাঠে হেরে টেবিলের সাতে নেমেছে রাজস্থান। ৬ ম্যাচে ২ জয়ের বিপরীতে চারটিতে হেরেছে তারা। 

 

শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৭৩ রান করে রাজস্থান। ২ ছক্কা ও ১০ চারে ৪৭ বলে ৭৫ রান করেন যশস্বী জয়সওয়াল। তবে অন্যপ্রান্তে তেমন ভালো সমর্থন পাননি এই তারকা ব্যাটার।

 

ওপেনিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট হাতে বেশ সংগ্রাম করেছেন রাজস্থান অধিনায়ক সানজু স্যামসন। সপ্তম ওভারে তার সেই সংগ্রাম থামান ক্রুনাল পান্ডিয়া। ১৯ বলে ১৫ রান করেন স্যামসন।

 

আরও পড়ুন: শাস্তি আরও বাড়ল হৃদয়ের

 

মিডল অর্ডারে রায়ান পরাগ ২২ বলে ৩০ এবং ধ্রুব জুরেল ২৩ বলে ৩৫ রান করেন। আর তাতে ১৭৩ রানের সংগ্রহ পায় রাজস্থান।

 

লক্ষ্য তাড়ায় রাজসিক শুরু পায় বেঙ্গালুরু। প্রথম ওভার থেকেই ঝোড়ো ব্যাটিং করেন সল্ট। নবম ওভারে তিনি আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৯২ রান যোগ করে বেঙ্গালুরু। ৬ ছক্কা ও ৫ চারে ৩৩ বলে ৬৫ রান করেন সল্ট।

 

অন্যপ্রান্তে কোহলি ব্যাট করেছেন নিজস্ব গতিতে। ৩৯ বলে ফিফটি তুলে নেয়ার পর শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬২ রানে। তিনে নামা পাড়িকেলও ছিলেন দারুণ ছন্দে। চার মেরে জয় নিশ্চিত করার আগে ২৮ বলে ৪০ রান করেন এই ব্যাটার। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন