শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় গায়কোয়াড়ের অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই। ফেসবুকে চেন্নাই লেখে, 'দলকে এগিয়ে নিন, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।'
আইপিএলের ট্রেড ইন উইন্ডোতে দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, স্যাম কারানের পরিবর্তে স্যামসনকে নিয়েছে চেন্নাই। তখন থেকেই শুরু হয় গুঞ্জন, অধিনায়কত্বও পেতে পারেন অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটার।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানা যায় অধিনায়কত্ব পাচ্ছেন না স্যামসন। শুধু একজন ওপেনার হিসেবেই খেলবেন দীর্ঘদিন রাজস্থানের অধিনায়কের দায়িত্বে থাকা স্যামসন।
আরও পড়ুন: আইপিএলের ১০ দলের রিটেইন ও রিলিজ ক্রিকেটারের তালিকা
২০২৩ সালের আইপিএলে সবশেষ চ্যাম্পিয়ন হয় চেন্নাই। পরবর্তী মৌসুমের শুরুতে মহেন্দ্র সিং ধোনির জায়গায় চেন্নাইয়ের নেতৃত্ব পান গায়কোয়াড়। এরপর ২০২৪ সালে পঞ্চম ও ২০২৫ সালের আইপিএলে সবার নিচে থেকে শেষ করে চেন্নাই।
গত আইপিএলে অবশ্য বেশিরভাগ ম্যাচে ছিলেন না গায়কোয়াড়। তার অনুপস্থিতিতে ধোনিই তখন দলকে নেতৃত্ব দেন।
এদিকে আইপিএলের মিনি নিলামের আগে জাদেজা, কারান, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে চেন্নাই। ৪টি বিদেশি কোটাসহ সর্বোচ্চ ৮ জন ক্রিকেটার কেনার জন্য নিলামে ৪৩.৪০ কোটি রুপি আছে তাদের।

২২ ঘন্টা আগে
২








Bengali (BD) ·
English (US) ·