রাজশাহীর নন্দনগাছী স্টেশনে ২ মিনিট থামবে কমিউটার ট্রেন

৩ সপ্তাহ আগে
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী স্টেশনে এখন থেকে থামবে ট্রেন। মঙ্গলবার (১৭ জুন) থেকে ঈশ্বরদী কমিউটার ট্রেনটি থামবে। এই ট্রেনটি ঈশ্বরদী-রহনপুর রুটে চলাচল করে। ট্রেনটি দুই মিনিট যাত্রা বিরতি দেবে নন্দনগাছি স্টেশনে।

সোমবার (১৬ জুন) পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক অফিস আদেশে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।


এর আগে গত ১ মে নন্দনগাছী স্টেশনের সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। গত ১১ জুন একই দাবিতে রেলপথ অবরোধ করে এলাকাবাসী। এতে আড়ায় ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ ছিল। আটকে ছিল চারটি ট্রেন।


আরও পড়ুন: ময়মনসিংহে কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর উদ্ধার


পরে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গিয়ে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করেন। তিনি বলেছিলেন, ১৯ বা ২০ জুনের মধ্যে দাবি আদায় না হলে নন্দনগাছি স্টেশন দিয়ে আর কোন ট্রেন চলাচল করতে দেয়া হবে না।

]]>
সম্পূর্ণ পড়ুন