মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল শুরু হয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, মঙ্গলবার বিকেলে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে মালিকপক্ষ, চালক, সুপারভাইজার ও সহকারীদের মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মালিকপক্ষ শ্রমিকদের দাবিদাওয়া মেনে নিয়ে ২৫ সেপ্টেম্বর থেকে তা বাস্তবায়নের আশ্বাস দেন। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাস শ্রমিকরা।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের বাস ধর্মঘটে অচল রাজশাহী বিভাগের ৩ জেলা
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে সংকটের সমাধান হয়েছে।’
এর আগে সোমবার ভোর থেকে চালক, সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এতে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তখন শ্রমিকরা জানিয়েছিলেন, প্রতি ট্রিপে একজন চালক ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। তাদের দাবি ছিল, প্রতি ট্রিপে চালকের বেতন কমপক্ষে ২ হাজার টাকা হতে হবে।
]]>