রাজশাহীতে ডাব গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

১ দিন আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাব গাছ থেকে পড়ে কাজল (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাজল উপজেলার ঝলমলিয়া এলাকার কামালের ছেলে।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ঝলমলিয়া পুরাতন ডাকবাংলো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাজল একজন নেশাগ্রস্ত যুবক। নেশার টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মানুষের গাছ থেকে ফল চুরি করে বিক্রি করতেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ডাকবাংলোর ডাব পাড়তে গাছে উঠলে তিনি পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

 

আরও পড়ুন: রাজশাহীতে ডাব গাছ থেকে পড়ে প্রাণ গেল যুবকের

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, ডাব গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন