রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল লাশবাহী অ্যাম্বুলেন্স

৩ সপ্তাহ আগে
রাজশাহীতে লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১৫ জুন) দুপুর ২টার দিকে পবা উপজেলার মুসলেমের মোড়ে এ ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্স চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের জরিনা বেগম নামে এক নারী স্ট্রোক করলে গত শনিবার  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে তাকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরই মারা যান জরিনা। এরপর তার মরদেহ নিয়ে পরিবার পরিজন নাটোরের উদ্দেশে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে যাত্রা করেন। পবা উপজেলার মোসলেমের মোড়ে আসার পর অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালকসহ আহত হন বেশ কয়েকজন।  

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের নিচে ঢুকে গেল আমভর্তি ট্রাক, হেলপার নিহত

মৃত জরিনা বেগমের ভাই সান্টু জানান, তাদের বাড়ি নাটোরের লালপুর উপজেলার মিল্কিপাড়া গ্রামে। তার বোন শনিবার স্ট্রোক করেছিলেন। সেদিন তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। রোববার আরেকটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান তিনি। পরে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। অ্যাম্বুলেন্সের চালক গাড়িতে ওঠার পর থেকে ফোনে কথা বলছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে গাড়ির গতি কম তার বোন জামাই, ভাগনে-ভাগনি আহত হলেও প্রাণে বেঁচে যান। পরে অন্য গাড়ি ভাড়া করে মরদেহসহ বাড়ি ফিরে যান।


কাটাখালী থানার এস আই আব্দুর রাজ্জাক বলেন, আহত অ্যাম্বুলেন্স চালককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশবাহী গাড়ির লোকজন চলে গেছেন। তারা সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই গাড়িই জব্দ করেছেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন