রাজশাহীতে চার বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

৩ সপ্তাহ আগে
রাজশাহীর বাঘা উপজেলার চরকালিদাসখালী গ্রামে এক রাতে চারটি বাড়িতে ডাকাতি করেছে মুখোশধারী একদল ডাকাত। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে এই ঘটনা ঘটে।

 

স্থানীয়দের ভাষ্য, পদ্মার চরপাড়ে নৌকা নিয়ে আসা ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে হামলা চালিয়ে নগদ ১ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণের আংটি, কানের দুল, চেইন ও দুটি মোবাইল ছিনিয়ে নেয়।

 

এরপর তারা ইউনুস ব্যাপারীর বাড়ি থেকে ২৮ হাজার টাকা, স্বর্ণের চেইন, রুপার নুপুর ও একটি মোবাইল, ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে ২৫ হাজার টাকা, স্বর্ণের চেইন, দুটি রুপার বালা, একটি জোড়া নুপুর এবং তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।

 

আরও পড়ুন: রাজশাহীতে অবৈধভাবে বালু উত্তোলনে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

 

সবশেষে আব্দুর রাজ্জাকের বাড়ি থেকে ৫ লাখ টাকা, দুই ভরির দুটি স্বর্ণের চেইন, চার আনি ওজনের দুটি স্বর্ণের আংটি, এক ভরির কানের দুল ও একটি মোবাইল লুট করে।

 

চকরাজাপুর ইউনিয়নের সাবেক সদস্য সহিদুল ইসলাম জানান, ‘গত এক মাসে এলাকায় প্রায় ১০টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মানুষ আতঙ্কে রয়েছে।’

 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে আমি ও সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন