নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা বিলম্বে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকাল ৬টায় নগরীর রেলগেট এলাকা থেকে এই পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি রাজশাহী নগরীর রেলগেট থেকে-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়, রয়েলরাজ-গনকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভার মধ্যে দিয়ে শেষ হবে।... বিস্তারিত