সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে দেখা যায়, শয্যা সংকটের কারণে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এক হাজার ২০০ শয্যার সরকারি এই হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়েও তিনগুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। ফলে অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে।
শুধু রাজশাহী নয়, বগুড়া, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জসহ বিভাগের পাঁচটি সরকারি হাসপাতালের একই অবস্থা। এছাড়া সদর হাসপাতাল, বিভাগের ৮টি জেলার ৫৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদ ছাড়া সব সময় রোগীর চাপ থাকে দ্বিগুণ। এ অবস্থায় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে রোগীরা।
আরও পড়ুন: বরিশাল বিভাগে চরমভাবে ব্যাহত চিকিৎসাসেবা
এছাড়া সংকট আছে চিকিৎসক ও নার্সের। রোগীদের সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। নার্সরা বলছেন, চিকিৎসক সংকটের কারণে তাদের ওপর চাপ পড়ে যায়। বাড়তি চাপ নিতে হয়।
তবে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. হাবিবুর রহমান সময় সংবাদকে জানান, শয্যা ও জনবল সংকট নিরসনের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: ঈদের দিন নওগাঁ সদর হাসপাতালে রোগীদের মাঝে মিষ্টান্ন বিতরণ
সংশ্লিষ্টরা জানান, সরকারি হাসপাতালগুলোতে মোট শয্যা সংখ্যা রয়েছে ৬ হাজার ৫২০টি।
]]>