ফায়ার সার্ভিসের তথ্যমতে, নগরীর সাহেববাজারের আরডিএ মার্কেট, নিউ মার্কেট, হড়গ্রাম নিউ মার্কেট, সোনাদীঘি এলাকার সমবায় মার্কেট এবং নগরীর সাহেববাজারের অবস্থিত কাপড়পট্টি মার্কেট উচ্চ অগ্নিঝুঁকিতে রয়েছে।
জানা যায়, গত ১৫ মার্চ মধ্যরাতে রাজশাহীর নিউমার্কেটের কাঁচাবাজারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। পানির কোনো উৎস না থাকা, সরু গলি এবং ঘিঞ্জি পরিবেশের কারণে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। পুড়ে যায় ১২টি দোকান।
আরও পড়ুন: আমের আড়তে অগ্নিকাণ্ডে ৬ হাজার ক্যারেট পুড়ে ছাই
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ব্যবসায়ীরা সচেতন না হলে কীভাবে হবে! এ মার্কেটে পরিকল্পনা নিয়ে যতদিন ভবন নির্মাণ না করা হবে, ততদিন আগুন নেভানোর জন্য বিকল্প ব্যবস্থা শিগগিরই নেয়া দরকার।
অগ্নিকাণ্ডের জন্য এই গরমের মৌসুমকে উল্লেখযোগ্য বিবেচিত করে আগুনের হাত থেকে উদ্ধারে মার্কেট সংশ্লিষ্টদের প্রতি নানা পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের স্থানীয় কর্মকর্তা দিদারুল আলম।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের সাড়ে ৫ একর বনভূমি
রাজশাহী ফায়ার সার্ভিসের এ সহকারী পরিচালক বলেন, অগ্নিকাণ্ড মোকাবিলা করতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভ এবং স্টাফদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য তাদেরকে বলা আছে। তাছাড়া প্রচুর পরিমাণে এক্সটিংগুইশার বা অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণ করা ও এগুলোর ব্যবহার বিধি শেখানোর কথা বলে দেয়া আছে।