রাজবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় আরেক যুবক গ্রেফতার

৩ সপ্তাহ আগে
রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণি পড়ুয়া ২ ছাত্রীকে ধর্ষণ মামলায় হাসমত মন্ডল (২১) নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামে থেকে গ্রেফতার করা হয়।

 

হাসমত মণ্ডল কুঠিমালয়াট গ্রামের জেহের মণ্ডলের ছেলে। তিনি এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত।

 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) সকাল ১০ টার কিছু পরে ভুক্তভোগী দুই ছাত্রী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। তারা উপজেলার সরিষা ইউনিয়নের নাওরা বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সিহাব ও হাসমত নামে দুই যুবক তাদের পথরোধ করে। এ সময় ওই দুই যুবক দুই ছাত্রীকে ধারালো ছুরির ভয় দেখিয়ে স্কুলের পরিত্যক্ত কক্ষের ভেতর নিয়ে যায়।

 

আরও পড়ুন: পানের বরজে নিয়ে দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

 

পরে সিহাব মন্ডল এক ছাত্রীকে পরিত্যক্ত কক্ষের ভেতরে এবং অন্য ছাত্রীকে হাসমত আলী পানের বরজে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয়।

 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় রোববার রাতে পাংশা মডেল থানায় সিহাব ও হাসমতের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগী দুই কিশোরীর বাবা ও মা। পৃথক অভিযানে দুই আসামিকেই গ্রেফতার করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন