রাজবাড়ীতে পাটের ভালো ফলন, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

৬ ঘন্টা আগে
রাজবাড়ীতে চলতি বছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। পাট কাটা ও জাগ দেয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সরকারের পক্ষ থেকে পাটের যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি তাদের।

রাজবাড়ী জেলার পাঁচ উপজেলায় এ বছর পাটের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। উঁচু জমিতে ফলন ভালো হয়েছে। তবে নীচু জমিতে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাট। তাই আগেভাগেই কেটে জাগ দিতে ব্যস্ত চাষিরা।

 

কৃষকদের দাবি, চাষের খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। তবে সেই তুলনায় গত বছর মেলেনি দাম। তারা বলেন, বেড়েছে পাটের উৎপাদন খরচ। তবে বাজারে মেলে না কাঙ্ক্ষিত দাম। এক মণ পাটে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা পেলে লাভবান হওয়া যেত। এ ক্ষেত্রে সরকার দাম নির্ধারণ করে দিতে পারে।

 

আরও পড়ুন: দিনাজপুরে গ্যাপ পদ্ধতিতে চিচিঙ্গা চাষে সাফল্য, বাড়াচ্ছে রফতানির সম্ভাবনা

 

কৃষি বিভাগ বলছে, এ বছর বৃষ্টির কারণে খাল-বিল-জলাশয়ে পানি থাকায় বাড়তি টাকা খরচ করে সেচ পদ্ধতিতে পাট জাগ দিতে হচ্ছে না। তাই এবার পাটে ভালো লাভ করবে কৃষক।

 

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, বৃষ্টি বেশি হওয়ায় বাড়তি সেচের প্রয়োজন হয়নি। ফলন ভালো হয়েছে। দাম ভালো পেলে কৃষকরা লাভবান হবে।

 

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর রাজবাড়ীতে ৪৭ হাজার ২৭৬ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮০০ হেক্টর বেশি।

]]>
সম্পূর্ণ পড়ুন