বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাংলাদেশ হাট মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে।
নসিমনে থাকা আরোহী মো. কাদের চৌধুরী বলেন, ‘দুপুরে আমি ও আমার চাচাতো ভাই রতন শেখ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল গরুর হাটে গরু কিনতে যাই। বিকেলে হাট থেকে ৯৯ হাজার টাকা দিয়ে গরু কিনে একটি নসিমন ভাড়া করে বাড়ির উদ্দেশ্য রওনা দেই। সন্ধ্যা ৬ টার দিকে কালুখালীর বাংলাদেশ হাট মোড়ে এলে একটি ট্রাক পেছন থেকে নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন উল্টে আমরা দুই ভাই ও নসিমন চালক ছিটকে পড়ে যাই। এ সময় আমার ভাই নসিমনের নিচে চাপা পড়ে। ভাইকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: রাজবাড়ীতে ডাকাতি, গাজীপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। নসিমনটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।