রাজবাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩ সপ্তাহ আগে
রাজবাড়ীর গোয়ালন্দে দুই হাজার ২ পিস ইয়াবাসহ মো. হাসান রেজা (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) রাতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব এ তথ্য জানিয়েছেন।

 

গ্রেফতার হওয়া মো. হাসান রেজা ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

 

আরও পড়ুন: রাজবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় আরেক যুবক গ্রেফতার

 

শরীফ আল রাজীব জানান, মো. হাসান রেজা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা খুলনা মহাসড়কের ওপর থেকে ২ হাজার ২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

 

হাসানের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় দুটি হত্যাচেষ্টা ও রাজধানীর শাহবাগ থানায় একটি চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান শরীফ আল রাজীব।

]]>
সম্পূর্ণ পড়ুন