মঙ্গলবার (১১ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘গণমাধ্যমে যারা কাজ করেন, তারা গত ১৬ বছর অনেক কষ্টের মধ্যে থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একটি মুক্ত বাংলাদেশে ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করে আমরা গণতান্ত্রিক ঐক্যের পথে চলছি। গণমাধ্যমের ভূমিকা আগামী দিনের নির্বাচনে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সত্য তুলে ধরা সম্ভব নয়। সত্য লিখতে না পারলে পাঠক বা দর্শক তা বিশ্বাস করে না।’
আরও পড়ুন: এমপি কোটায় আনা বিলাসবহুল গাড়ি কিনতে চায় চট্টগ্রাম বন্দর
বিএনপির নেতা বলেন, ‘দেশের যুবক সমাজ যারা গত তিন নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা এখন নির্বাচিত প্রতিনিধির অপেক্ষায় রয়েছে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি।’
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণ এখন গণতন্ত্র, সুশাসন ও মৌলিক অধিকার ফিরিয়ে পেতে চায়।’
ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে সত্য প্রকাশ করা সম্ভব হয় না। সত্য না লিখলে সমাজের বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়।’
এদিনের ইফতার মাহফিলে চট্টগ্রাম প্রেসক্লাবের আহ্বায়ক ও জেলা প্রশাসক ফরিদা খানম, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া, বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
]]>