বিষয়টি প্রথমে নজরুল ইসলাম মঞ্জু নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানান। বিকেলে এ সংক্রান্ত পরপর দুটি ফেসবুক পোস্ট করেন তিনি।
প্রথম পোস্টে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে তিনি লেখেন, 'খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ শুরু করার নির্দেশনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।'
কিছু সময় পর আরেকটি ফেসবুক পোস্টে মঞ্জু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান, 'মনোনয়ন প্রাপ্তি নিয়ে উল্লাস, আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকুন। কাউকে খাটো করা বা বিদ্বেষমূলক আচরণ নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করুন এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা।'
তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে খুলনা বিএনপির নেতাকর্মীরা অভিনন্দন জানাতে থাকেন এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে নজরুল ইসলাম মঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, 'ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেল সোয়া পাঁচটায় তাকে ফোন করেন এবং বলেন সুস্থ হয়ে দ্রুত মাঠে নেমে পড়েন। নির্বাচনে সবাইকে লাগবে। পক্ষ-বিপক্ষ না ভেবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।'
তিনি আরও বলেন, 'আমি তখন চিকুনগুনিয়ায় আক্রান্ত। কিন্তু তিনি বলেছেন, সুস্থ হয়ে মাঠে নামতে।'
আরও পড়ুন: বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান
দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম মঞ্জু খুলনা বিএনপির রাজনীতিতে এক প্রভাবশালী নাম। ১৯৭৯ সালে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে ১৯৮৭ সালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ১৯৯২ থেকে টানা ১৭ বছর সাধারণ সম্পাদক এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সভাপতি ছিলেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে বিজয়ী হন এই রাজনীতিক।
২০২১ সালের ডিসেম্বরে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার সময় তার নাম বাদ পড়লে দলীয় রাজনীতিতে কিছুটা ছন্দপতন ঘটে। তবে আসন্ন জাতীয় নির্বাচনে খুলনা-২ আসনে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে আবারও রাজনীতির মূলধারায় ফিরলেন নজরুল ইসলাম মঞ্জু।
বর্তমানে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তবুও তিনি জানিয়েছেন, 'আমি সুস্থ হয়ে দ্রুত মাঠে নামব, খুলনা-২ আসনে ধানের শিষের জয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।'

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·