বাংলাদেশে এখন যা ঘটছে, তাতে কখনও একদল খুশি হচ্ছে, আরেক দল ঘায়েল হচ্ছে, তো অন্য দল মুখ টিপে হাসছে। অনেকটা ঠিক বর্শা নিক্ষেপের মতো। এ ওকে ঘায়েল করার জন্য ‘ঘটনা’ খুঁজছে। কখনও বিএনপি, কখনও জামায়াত আবার কখনও এনসিপি হাসছে, আবার এ দলগুলোই কখনও কখনও রাজনৈতিক চাপে পড়ছে। সারা দিনই রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের জনগণ। সেই বিষয়ে কারও কোনও দ্বিমত... বিস্তারিত