রাজধানীর মামুন প্লাজার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

২ দিন আগে
রাজধানীর ওয়ারীর হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় একটি গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (২ জুন) সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক মো. ছালেহ্ উদ্দিন বলেন, গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। কেমিক্যালগুলো দাহ্য, বিস্ফোরণ এবং বিপজ্জনক। ফায়ার সার্ভিস তথ্য পায়নি, মালিক পক্ষের কাউকে পাওয়া যায় নি। আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করেছে। তবে কেউ হতাহত হয়নি, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায় নি।

 

আরও পড়ুন: রাজধানীর মামুন প্লাজার ৩য় তলায় গোডাউনে আগুন

 

ভবেনে মোট ৪৪ টি ফ্ল্যাট ছিল জানিয়ে তিনি আরও বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তদন্ত ছাড়া বলা সম্ভব না। আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ভবনের অনুমোদন ছিল কিনা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস।

 

এর আগে ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ৫টা ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

 

জানা গেছে, ১২ তলা বিল্ডিংয়ের ৩য় তলা পর্যন্ত প্যারাডাইস সাইন্টিফিক লিমিটেড কেমিক্যাল গোডাউন ছিল। তার ওপরে আবাসিক বিল্ডিং। সেখানকার বাসিন্দাদের নিরাপদে নিচে নামানো হয়েছে। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন