রাজধানীর ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
রাজধানীর মহাখালী ও ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে একজন পথচারী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে দুইটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছেন একজন। এছাড়া মহাখালী এসকেএসের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে।

 

কাফরুল থানার এসআই আল মামুন তথ্য নিশ্চিত করে বলেন, রাত নয়টার দিকে মহাখালী এসকেএস টাওয়ারের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেউ আহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি নিচে ফেলা হয়েছিল।

 

আরও পড়ুন: বিশেষ অভিযানে আরও ১৪৫৪ জন গ্রেফতার

 

এরপর রাত সোয়া দশটার দিকে ফার্মগেট এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে ছোড়া হয় আরও দুইটি ককটেল। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, এতে পথচারী আল রাজী আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।

 

জানা যায়, বাস থেকে ফেলে যাওয়ার পর এক পথচারী কৌতূহলী হয়ে লাথি মারার পর ককটেলটি বিস্ফোরণ হয়। এতেই ওই পথচারী আহত হয়। ছোট পটকা জাতীয় ককটেল। যে কারণে পথচারীর বেশি ক্ষতি হয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন