রাজধানীর নাসিরাবাদ: ভোগান্তি পিছু ছাড়েনি বাসিন্দাদের

১ সপ্তাহে আগে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫ নম্বর ওয়ার্ডের নাসিরাবাদের বাসিন্দাদের নিত্যদিন বাঁশের সাঁকো ব্যবহার করেই সারতে হয় জরুরি কাজ। সঙ্গে অন্যান্য নাগরিক সুবিধা পেতেও ভোগান্তি যেন পিছু ছাড়ে না এলাকাবাসীর।

সেখানকার বাসিন্দারা বছরের পর বছর কর দিচ্ছেন ঠিকই কিন্তু বাজার হাট, চিকিৎসা কিংবা শিক্ষার মতো সেবা পেতে ব্যবহার করতে হচ্ছে বাঁশের সাঁকো। বছর বছর জনপ্রতিনিধিরা এসেছেন, আশ্বাস দিয়েছেন, চলেও গেছেন। কিন্তু একটি পাকা সেতুর সপ্ন বাস্তব হয়নি।

 

কেবল সেতুই নয়, সড়কেরও বেহাল দশা দক্ষিণ সিটির শেষ প্রান্তের এসব এলাকার। যতটুকু সড়ক আছে সেখানেও বেশিরভাগ স্থানে নেই সড়কের পিচ, কোথাও নেই ম্যানহলের ঢাকনা। আর সড়ক বাতির তো যেন বালাই নেই।

 

লোকবলের অভাবে সিটি করপোরেশনে যুক্ত হওয়া নাসিরাবাদের মতো নতুন ওয়ার্ডগুলোর কাজ অন্যান্য এলাকার সঙ্গে সমন্বয় করে করতে হচ্ছে। আর এতে পর্যাপ্ত নাগরিক সেবা দিতে ব্যর্থ সিটি করপোরেশন। সেই দ্বায় স্বীকার করে নিয়ে আবারও নতুন করে প্রকল্পের কথা জানালেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

 

আরও পড়ুন: ভুয়া তেল খরচ: ডিএসসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করবে দুদক

 

তিনি বলেন, 

এই এলাকাগুলোতে নাগরিক সুবিধা শতভাগ নিশ্চিত করতে পারিনি। ছোট প্রকল্প দিয়ে আসলে এসব সমস্যা সমাধান করা কঠিন। যেহেতু নতুন অন্তর্ভুক্ত এলাকা, তাই অনেক রাস্তাই কাচা আছে। এক্ষেত্রে একটি প্রকল্প এরইমধ্যে জমা দিয়েছি। এটি পরিকল্পনা মন্ত্রণালয় অনুমোদন দিলে বাস্তবায়ন করতে পারবো। এছাড়া জনবল সংকটও রয়েছে।  

 

আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরকে বড় করার আগে যেমন পরিকল্পনা দরকার, তেমনি দরকার নাগরিক সচেতনতা আর যার দায়িত্ব নিতে হবে নগর কর্তৃপক্ষকে। তা নাহলে ভোগান্তি থেকে মুক্তি মেলা দায়।

 

আরও পড়ুন: রাজধানীতে ৩ সেতুর নির্মাণকাজ উদ্বোধন

 

নগর পরিকল্পনাবিদ ড. আদিল মাহমুদ খান বলেন, 

বলার উপায় নেই যে, এটা একটা সিটি করপোরেশনের আওতাধীন এলাকা। এই এলাকাগুলোকে যখন সিটি করপোরেশনের আওতাভুক্ত করা হলো, তখন কোনো পরিকল্পনা নির্ধারণ করা হয়নি। এখন দেখা গেল, কোথা ৩টি সেতু হচ্ছে, কোথাও ১টি সেতুও হচ্ছে না। তাহলে এই সিদ্ধান্তগুলো তো সঠিক পরিকল্পনা মূল্যায়ন করে হচ্ছে না। জনগণের সঙ্গে মতবিনিময় নেই। ফলে কোথাও কোথাও উন্নয়ন হচ্ছে, কোথাও কোথাও এলাকাবাসী সুবিধা বঞ্চিত থাকছে। তাই দ্রুত এসব এলাকার জন্য পরিকল্পনা করে উন্নয়নমূলক উদ্যোগ নেয়া উচিত।

 

শুধু নাসিরাবাদ নয়, ওই এলাকার আশেপাশের ত্রিমোহনী-গুদারাঘাট, খিলগাওঁ এবং ডেমরা থানার বাসিন্দারাও ধুঁকছেন নানা নাগরিক বঞ্চনা নিয়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন