রাজধানীর জেনেভা ক্যাম্পের রাশিদ মাদকসহ কুমিল্লায় আটক

৩ সপ্তাহ আগে
কুমিল্লা সদরের আলেখারচর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মো. রাশিদ (৩৫) নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৮ জুলাই) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

এই সময় আটককরা মো. রাশিদের কাছ থেকে ২৯০ পিস ইয়াবা, ৫০ কেজি গাঁজা, ৮০ বোতল ফেনসিডিল, ৫৯ ক্যান বিয়ার, দুটি বিদেশি মদের বোতল, নগদ ১ লাখ ৭৩ হাজার ৫৩০ টাকা এবং ২টি পাসপোর্ট জব্দ করা হয়।

 

আটক রাশিদ রাজধানী ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এর মো. শামীমের ছেলে। অভিযানের সময় রফিকুল ইসলাম (৩৮) নামের আরেক ব্যক্তি পালিয়ে যান। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার তুসহি গ্রামের সৈয়দ আহমেদের ছেলে।

 

আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক জব্দ

 

সেনাবাহিনী জানায়, আটক আসামিকে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আরও পড়ুন: কুমিল্লায় সিআইডি সেজে চাঁদাবাজি, শ্রমিকদল নেতাসহ গ্রেফতার ৫

 

সেনাবাহিনীর এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা দাবি করছেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে মাদক ও অপরাধ কমে আসবে।

]]>
সম্পূর্ণ পড়ুন