শনিবার (১০ মে) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিন দুপুরে শাহজাহানপুর থানায় সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মীর মোহসীন মাসুদ রানার উপস্থিতিতে উদ্ধার করা ৩৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: পিরোজপুরে হারানো ২৫ মোবাইল ফোন উদ্ধার
ডিএমপির শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে শাহজাহানপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে ৩৩টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
থানা সূত্রে আরও জানা যায়, আগেও বিভিন্ন সময়ে শাহজাহানপুর থানা পুলিশ বেশ কিছু হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুন: মোবাইলের দোকানে চুরির সময় ৪ চোর ধরা
হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।
]]>