বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল কেরানী মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত আদিব শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম আমিনুল ইসলাম। পরিবারের সঙ্গে মাতুয়াইলের ওই দশতলা ভবনের পাঁচতলায় বসবাস করত সে। তাদের গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর থানার খন্দকার পাড়া এলাকায়।
আদিবের বড় ভাই রেদোয়ান ফাহিম বলেন, ‘আমাদের বাসায় একটি বিড়াল রয়েছে। সন্ধ্যার দিকে ছাদ থেকে বিড়ালটিকে আনতে গিয়েছিল। বিড়ালকে ধরার সময় ছাদ থেকে সে নিচে পড়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’
আরও পড়ুন: ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম, না.গঞ্জ থেকে পাঠানো হলো ঢামেকে
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ১০তলা ছাদের ওপর থেকে নিচে পড়ে যায় সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
]]>