রাজধানীতে মধ্যরাতে পিকআপ-ট্রাকের সংঘর্ষে ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

৩ সপ্তাহ আগে
রাজধানীর কাঁটাবন এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


নিহতের নাম ইকরাম ওরফে আকরাম (৩৭)। তিনি ভাঙ্গারি ব্যবসায়ী। 


আর আহতরা হলেন: পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান হোসেন (১৬)।


মাসুদ রানার আরেক ছেলে মো. আরমান হোসেন জানান, তার বাবা পিকআপ ভ্যানের চালক। রাতে ইকরাম নামে ওই ব্যবসায়ীর ভাঙ্গারি মালামাল নিয়ে টঙ্গী থেকে ঢাকায় গিয়েছিলেন। রাত ৩টার দিকে তিনি খবর পান, কাটাবন এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার বাবার পিকআপ ভ্যানের এক্সিডেন্ট হয়েছে। এরপর তিনি ঢাকা মেডিকেলে এসে তার বাবা ও ছোট ভাইকে আহত অবস্থায় দেখতে পান।


আরও পড়ুন: বাসাবোতে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত


তিনি আরও জানান, তাদের বাসা টঙ্গী মিরেরবাজার এলাকায়। তবে নিহত ইকরামের ঠিকানা বলতে পারেননি তিনি।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন