বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত মুস্তাফিজুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা অপর শিক্ষক আবুল হোসেন জানান, তাদের বিদ্যালয় ও ঈদগাঁ মাঠ একইসঙ্গে। বিদ্যালয়ের বাউন্ডারি দেয়ালের কাজ চলছিল। তারা দুজনসহ কয়েকজন কাজ দেখাশোনা করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ বাউন্ডারি দেয়াল ধ্বসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: দুই ট্রলারের সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত
নিহতের ভাতিজা শরিয়তুল্লাহ জানান, তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। বর্তমানে মুরাদপুর বিদ্যালয়ের পাশে ভাড়া থাকেন শিক্ষক মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
]]>