রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল নারীর, স্বামী আটক

৪ সপ্তাহ আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় মাসুদ নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রাজধানীর দক্ষিণখানে স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন।


সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেওয়ানবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্ত স্বামী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকলিমা আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার মৃত রফিকুল্লাহর মেয়ে। পরিবারের সঙ্গে দক্ষিণখানে ভাড়া থাকতেন তিনি। এলাকাটিতে তার একটি কাপড়ের শোরুম ছিল। রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় স্বামী মাসুদ বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন।


প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন।
 

আরও পড়ুন: মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা


নিহত আকলিমার মেয়ে সাইরী জানান, সোমবার রাতে মাসুদ বাসায় এসে ধারালো অস্ত্র দিয়ে তার মাকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন।


এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত মাসুদকে আটক করা হয়েছে বলে জানান সাইরী।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানাকে জানানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন