মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মিজানুর রহমানের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট গ্রামে। বাবার নাম মৃত আবুল খায়ের। পরিবার নিয়ে থাকেন যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায়।
নিহতের ভাই মাইনুদ্দিন জানান, নিউমার্কেট এলাকায় কাপড়ের ব্যবসা রয়েছে তার ভাই মিজানুরের। দুপুরে বাসা থেকে গুলিস্তান যাচ্ছিলেন ব্যবসার কোন একটি কাজে। এরপর ফোনে তিনি খবর পান, গুলিস্তানে অচেতন অবস্থায় পড়ে আছেন মিজানুর। তখন সেখানে গিয়ে মিজানুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আরও পড়ুন: ঢাকায় এসে অজ্ঞানপার্টির খপ্পরে সাকিব খান
তিনি জানান, গুলিস্তান গিয়ে তখন তারা জানতে পেরেছেন, বাসের ভেতরই চেতনানাশক কিছু প্রয়োগ করে মিজানুরের সঙ্গে থাকা টাকা পয়সা হাতিয়ে নিয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।