বুধবার (১১ জুন) সকাল ৯টায় এ ঘটনা ঘটলেও রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ।
ওসি বলেন, ‘বুধবার ভোরে সাগর নামে এক আসামিকে আমরা কাপ্তাই নতুনবাজার এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসি। তার বিরুদ্ধে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগ রয়েছে। এদিন সকাল ৯ টায় সে থানা থেকে পালিয়ে গেছে। আমরা তাকে ধরতে অভিযান অব্যাহত রেখেছি।’
আরও পড়ুন: পর্যটকদের পদচারণায় মুখর রাঙ্গামাটি
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘চুরির মালামালসহ তাকে আটক করেছিলাম আমরা। কিন্তু আমাদের পুলিশ সদস্যদের অবহেলার কারণে আসামি থানা থেকে কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’