ভুক্তভোগী শিশুর মা বলেন, রোববার (৯ মার্চ) রাতে আমার মেয়ে তার দাদুর সঙ্গে ঘুমিয়ে ছিল। পরদিন সোমবার (১০ মার্চ) সকালে তার দাদি, আমার মেয়ে ও তার দাদুকে বিছানায় রেখে কাজে বের হন। সকাল ৭টার দিকে মেয়ে চিৎকার করে কান্না শুরু করে। মেয়ের কান্না শুনে আমি দেখতে গেলে আমার মেয়েটি বিছানা থেকে উঠে আসে জানায় তার দাদু তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করেছে। এ ঘটনার প্রতিবাদ করলে আমার শ্বশুর আমাকেও নিয়ে বাজে মন্তব্য করেন। এক পর্যায়ে আমাদের মধ্যে হাতাহাতির মতো অবস্থা সৃষ্টি।
শিশুটির মা আরও বলেন, ‘দুপুরে মেয়ের কিছু শারীক সমস্যা কারণে কান্না করতে থাকে এবং জ্বর আসলে তাকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করি।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, যৌন হয়রানির শিকার হয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
আরও পড়ুন: ৬ বছরের শিশুকে যৌন হয়রানি, মাদ্রাসার নিরাপত্তা প্রহরীকে গণপিটুনি
রাঙ্গামাটির সদর থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আজ (মঙ্গলার) সন্ধ্যায় আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।