সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে বেলা ১১টার দিকে রাঙ্গামাটিতে পৌঁছানোর কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের।
এ দিকে শনিবার (১৯ জুলাই) রাত ১২টায় সমাবেশ স্থলে গিয়ে দেখা গেছে মঞ্চ তৈরির কাজ চলছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।
আরও পড়ুন: এনসিপি নেতা নাসিরকে রাঙ্গামাটিতে অবাঞ্ছিত ঘোষণা করল ছাত্রদল
এনসিপি রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি দশ উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী, ছাত্র-জনতা পদযাত্রায় অংশ নেবেন। নেতারা সকালে চট্টগ্রাম থেকে আসার পথে আমরা ঘাগড়া থেকে তাদের বরণ করে মোটর শোভাযাত্রার মাধ্যমে নিয়ে আসবো। এরপর শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে পদযাত্রা সহকারে বনরূপায় গিয়ে সমাবেশে যোগ দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।’
আইনশৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসন আমাদের সহযোগিতা করছে। আশা করছি বিপুল মানুষের জনজোয়ারে রাঙ্গামাটিতে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন: গোপালগঞ্জে হামলার ঘটনায় কুষ্টিয়ায় এনসিপির বিক্ষোভ সমাবেশ
এনসিপির রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন চাকমা বলেন, ‘বেলা ১১টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে এসে পৌঁছার কথা রয়েছে এবং এখান থেকে পদযাত্রা শেষ করে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন নেতৃবৃন্দ।’
জেলার নেতৃবৃন্দ আরও জানান, পদযাত্রায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসাইন, এনসিপি’র অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।