রোববার (১৫ জুন) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেরার প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা, যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম, উজ্জল চাকমা, জাকির হোসেন চৌধুরী, মো. সাহেদুল ইসলাম, দিবাকর চাকমা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘এই জেলা সমন্বয় কমিটি আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করবে। জেলার সৎ যোগ্য ও মেধাবী লোকদের নিয়ে এ কমিটি গঠন করা হবে।’
বক্তারা আরও বলেন, ‘জুলাইকে বুকে ধারণ করে আমরা একটি বৈষম্যমুক্ত দেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি। অতীতের ফ্যাসিস্ট হাসিনার মতো যাতে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে না পারে, সে জন্য আমাদের নতুন পথ চলা শুরু হলো। এ পথ চলায় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাই। আপনারা আমাদের ভুলত্রুটি তুলে ধরবেন। আমার পরিশুদ্ধ রাজনীতি করতে চাই। যা হবে দেশ ও মানব কল্যাণের।’
আরও পড়ুন: মাদককারবারি ও দুর্নীতিবাজদের ভোট না দেয়ার আহ্বান সারজিস আলমের
এননিপির নবগঠিত জেলা সমন্বয় কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রচারণা নিয়ে বক্তারা বলেন, ‘রাজনীতি করতে গেলে এমন সমালোচনা হবেই। আমরা মনে করি এ সমালোচনা আমাদের আগামীর পথ চলাকে আরো সুন্দর করবে।’
বক্তারা বলেন, ‘এখন যে বা যারা আমাদের নিয়ে অপপ্রচার করছেন, তাদের আইডি ঘুরে এলেই বুঝতে পারবেন, তারা কারা বা কোন দলের কর্মী। তাদের আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, এনসিপি রাজনীতি করতে এসেছে, কোনো চাঁদাবাজি বা টেন্ডারবাজি করতে আসেনি। তাদের শঙ্কিত হবার কোনো কারণ নেই। হয়তো এসব ভয় থেকে তার এমনটা করছেন।’
আগামী তিন মাসের মধ্যে সব সম্প্রদায়কে নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানান বক্তারা।