রাঙামাটি থেকে বরকল হয়ে হরিনা যাওয়ার পথে ২০০ জন যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। তবে হ্রদে পানি কম থাকায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। সোমবার বিকালে মাইশছড়ি চ্যানেলে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুলেখা চাকমা জানান, এমএল তানিয়া নামে লঞ্চটি মাইশছড়ি নামক জায়গায় আসলে হঠাৎ ডুবে যায়। তবে পানি কম থাকায় মানুষ হতাহত হয়নি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। তবে লঞ্চে থাকা মালামাল পানিতে ডুবে গেছে।... বিস্তারিত