বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাকসু ভবনের সামনে নতুন কমিটির প্রথম সভার আলোচ্য বিষয়ে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা।
নবনির্বাচিত নেতাদের দাবি, রাকসুর পুরনো তহবিল ও আর্থিক খাতের কোনো স্বচ্ছ হিসাব নেই। ফলে বাজেট সংকটের কারণে ঘোষিত বেশিরভাগ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। তহবিল নিয়ে জটিলতার কারণে প্রশাসনিক কার্যক্রমেও ধীরগতি দেখা দিয়েছে।
ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘মঙ্গলবার রাকসুর প্রথম অধিবেশনে তহবিলের অডিট ও বর্তমান হিসাব সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি রাকসুর সভাপতি ও কোষাধ্যক্ষ। ৩৬ বছর রাকসু অকার্যকর থাকলেও নিয়মিতভাবে কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে এবং তহবিলের অর্থ অনিয়মিতভাবে ব্যয় করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘তহবিল সংকট সত্ত্বেও শিক্ষার্থীদের কল্যাণে আমরা বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহ করে ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’
আরও পড়ুন: ৩৫ বছর পর প্রাণ ফিরে পেল রাকসু, নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে বেশ কিছু প্রস্তাব ও কর্মসূচির বিষয়ে প্রথম অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
- শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তার জন্য ফান্ড রেইজিং
- প্রতিটি হলে পানির ফিল্টার স্থাপন
- একাডেমিক ভবনে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো
- ছাত্রী হলের সামনে ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং সেবা চালু
- মহিলা জিমনেসিয়াম পুনরায় চালু
- উচ্চগতির ইন্টারনেট সুবিধা বৃদ্ধি
- আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন
- ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি চালু করা
নেতারা বলেন, ‘রাকসু কেবল রাজনীতি নয়, এটি শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়নের প্ল্যাটফর্ম। প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণের পর মঙ্গলবার তাদের প্রথম কার্যনির্বাহী সভা করে।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·