রাকসুতে পরাজিতদের মিলনমেলা

২ সপ্তাহ আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীদের উদ্যোগে মিলনমেলার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আতশবাজি আর টুনি বাল্বের নিয়ন আলোয় তারা এ আয়োজন করেন। এ সময় তারা তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।


জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের পরাজিত প্রার্থীরা এতে অংশ নেন। ৯১৮ জন প্রার্থীর মধ্যে অন্তত ২০০ জন উপস্থিত ছিলেন। এরমধ্যে ছাত্রদল সমর্থিতসহ অন্তত ৬টি প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। ৪ ঘণ্টার অনুষ্ঠানে হয় কবিতা, নাচ, গান, আড্ডা, গল্প।


আরও পড়ুন: রাকসু: শিবির সমর্থিত প্রার্থীদের একে-অপরকে জড়িয়ে ধরে আবেগঘন কান্না


রাকসু নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা জানান, নির্বাচন নিয়ে মাসখানেকের টানা ব্যস্ততায় কিছুটা ক্লান্ত তারা। শরীর মন চাঙা করতে এ আয়োজন। অনুষ্ঠানে তারা জয়ী প্রার্থীদের প্রতি শুভকামনা ও তাদের কার্য্যক্রমে সহযোগিতার ঘোষণা দেন।


রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরু উদ্দিন আবির বলেন, ‘এটি আনন্দ আয়োজন। সবার সঙ্গে সৌহার্দ্য-সুসম্পর্ক আগের মত রাখতেই এ আয়োজন।’


আরও পড়ুন: রাকসুর ফলাফল ঘোষণার সময় হাসিনা, ফিলিস্তিন ও নোমানীকে নিয়ে স্লোগান


তিনি বলেন, ‘আমরা জয়ীদের শুভকামনা জানাই ও তাদের সব কার্যক্রমে সহযোগিতার আশায় দিচ্ছি। তবে তাদের দেয়া ইশতেহার পূরণ ব্যর্থ হলে আমরা তাদের জবাবদিহিতার আওতায় আনবো। আমরা বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার। তারা সবাইকে নিয়ে কাজ করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তারা যেন তারা রক্ষা করেন।’


গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে রাকসুর পাশাপাশি হল সংসদ নির্বাচনেও নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল।

]]>
সম্পূর্ণ পড়ুন