রাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

৪ সপ্তাহ আগে
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন। তাদের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। রাতের মধ্যেই ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল চারটায় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম এসব কথা বলেন। এর আগে নির্বাচনের কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি।


তিনি আরও জানান, যেহেতু নবীন শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে, সে কারণে মনোনপত্র উত্তোলনের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে৷ ৩ সেপ্টেম্বর বুধবার মনোনয়নপত্র উত্তোলন ও বৃহস্পতিবার ও রবিবার মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

আরও পড়ুন: রাতে হলে ফিরতে দেরি, রাবির ৯১ ছাত্রীকে তলব করলেন প্রাধ্যক্ষ

তিনি আরও জানান, নবীন শিক্ষার্থীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করায় তফশিল পুনর্বিন্যাস হলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগের তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখ ২৫ সেপ্টেম্বর।


দ্রুত সময়ে ২০২৪-২৫ নবীন শিক্ষার্থীদের পরিচয় পত্র ও হলের সংযুক্তি সম্পন্ন হবে বলেও জানান তিনি।
 

প্রধান নির্বাচন কমিশনার জানান, ডোপ টেস্টের প্রতিবেদন শিক্ষার্থীদের কাছে মেডিকেল সেন্টার থেকে দেয়া হবে এবং আরেক কপি মিশনে সংরক্ষিত থাকবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন