সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, ‘একদিকে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিক্ষক ও কর্মকর্তাদের আন্দোলন চলছিল, অন্যদিকে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। এজন্য ঘোষিত সময়ে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি।’
আরও পড়ুন: রাকসু নির্বাচন পেছানো নিয়ে যা বলছে শিবির সমর্থিত প্যানেল
মোস্তফা কামাল আকন্দ আরও বলেন, ‘রাকসু নির্বাচন নিয়ে পুরো জাতির আগ্রহ রয়েছে। আমাদেরও আগ্রহের কোনো ঘাটতি নেই। ১৬ অক্টোবর সব পক্ষকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের জন্য কমিশন বদ্ধপরিকর।’
তিনি নিশ্চিত করেন, ৩৫ বছর আগে নির্বাচনের স্থগিত হওয়ার ঘটনা পুনরাবৃত্তি হবে না। তিনি বলেন, ‘১৬ অক্টোবর ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন কোনো দল বা মতবাদের পক্ষে কাজ করছে না।’
]]>