শনিবার (৩ জানুয়ারি) ভাইটালিটি স্টেডিয়ামে প্রথমে গোল হজমের পরও স্বাগতিক বোর্নমাউথকে ৩-২ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে জোড়া গোল করেছেন ইংলিশ তারকা ডেক্লান রাইস। বাকি গোলটি গ্যাব্রিয়েল ম্যাগালহেসে। বোর্নমাউথের পক্ষে ইভানিলসন ও এলি জুনিয়র ক্রুপি গোল করেন।
২০ ম্যাচ শেষে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেছে মিকেল আর্তেতার দল।
বোর্নমাউথ ২০ ম্যাচে ৫ জয় ও ৮ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে।
গত মৌসুমে লিগের দুই লেগেই বোর্নমাউথের কাছে হেরেছিল আর্সেনাল। এদিনও ম্যাগালহেসের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে গানাররা।
আরও পড়ুন: চেলসির দায়িত্ব ছাড়লেন মারেস্কা
ডান পাশে টিম্বারকে পাস দিতে গিয়ে ডি-বক্সের মুখে স্বদেশি ইভানিলসনের পায়ে বল তুলে দেন ম্যাগালহেস। উপহার পায়ে ঠেলেননি এই ব্রাজিলিয়ান। বিনা বাধায় বল কোনাকুনি শটে জালে পাঠান তিনি।
৬ মিনিটের কম সময়ের ব্যবধানেই পাপের প্রায়শ্চিত্ত করেন ম্যাগালহেস। প্রতিপক্ষের পায়ে লেগে আসা বল ডি-বক্সে ফাঁকায় পেয়ে, জোরাল শটে কাছের পোস্ট ঘেঁষে জালে পাঠান এই ব্রাজিলিয়ান সেন্টারব্যাক।
দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাইস। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পাস ডি-বক্সের মুখে পেয়ে জালে পাঠান রাইস।
আরও পড়ুন: নাসরিন একাডেমিকে গোলবন্যায় ভাসালো রাজশাহী স্টারস
৭১ মিনিটে এই ইংলিশ মিডফিল্ডারই ব্যবধান আরও বাড়ান। লুইস কুকের কাটব্যাক ফাঁকায় পেয়ে প্রথম ছোঁয়াতেই জালে পাঠান রাইস। ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার জোড়া গোল করলেন এই ইংলিশ।
সফরকারীদের স্বস্তিতে থাকতে দেয়নি বোর্নমাউথ। দুই গোলে পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের পরেই জুনিয়র ক্রুপির গোলে ব্যবধান কমিয়ে ম্যাচ জমিয়ে তোলে স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি।

১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·