বুধবার (১১ জুন) সকালে কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদফতরের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে।
ঘটনার সূত্রপাত ৮ জুন। ওইদিন একজন দর্শনার্থী পরিবারের সদস্যদের নিয়ে কাছারিবাড়ি পরিদর্শনে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং অভিযোগ রয়েছে, ওই দর্শনার্থীকে অফিসকক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আরও পড়ুন: দর্শনার্থীর সঙ্গে বাগ্বিতণ্ডা: শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাচারি বাড়িতে হামলা-ভাঙচুর
এই ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। ১০ জুন তারা মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উত্তেজিত জনতা কাছারিবাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>