রবার্ট কেনেডিঃ ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ভ্যাক্সিন সন্দিহান রাজনিতিককে সেনেটের অনুমোদন

১ মাস আগে
যুক্তরাষ্ট্রের সেনেট বৃহস্পতিবার রবার্ট এফ কেনেডিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হেল্‌থ সেক্রেটারি (স্বাস্থ্যমন্ত্রী) হিসেবে অনুমোদন করেছে। এর ফলে ভ্যাক্সিন ( টিকা) নিয়ে সন্দিহান এই রাজনীতিক স্বাস্থ্য খাতে ১৭ লক্ষ কোটি ডলারের ফেডেরাল ব্যয়ের নিয়ন্ত্রণ পেলেন। স্বাস্থ্য বিভাগ ভ্যাক্সিন নিয়ে পরামর্শ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য বীমা কর্মসূচী  দিয়ে থাকে। ভ্যাক্সিন সম্পর্কে কেনেডির মতামত নিয়ে অস্বস্তি থাকা সত্ত্বেও রিপাবলিকান দলের সেনেটররা তাঁর পক্ষেই থাকেন, এবং ৫২-৪৮ ভোটে আমেরিকার সবচেয়ে আলোচিত রাজনৈতিক  - এবং ডেমোক্র্যাটিক - পরিবারের একজনকে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টের সেক্রেটারি বা মন্ত্রী পদে নিয়োগ দেন।  রিপাবলিকানদের মধ্যে শুধুমাত্র সেনেটর মিচ ম্যাককনেল “না” ভোট দেন, তিনি শিশুকালে পোলিওতে আক্রান্ত হয়েছিলেন। তিনি প্রতিরক্ষামন্ত্রী এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক পদে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থীদের বিপক্ষেও ভোট দিয়েছিলেন। ডেমোক্র্যাট দলের সকল সেনেটর কেনেডির বিরোধিতা করে। রিপাবলিকান দলের প্রায় সবাই কেনেডির “আমেরিকাকে আবার স্বাস্থ্যবান করুন” দর্শনের সাথে একমত হয়েছেন। কেনেডি চান জনস্বাস্থ্য এজেন্সিগুলো যেন মেদবৃদ্ধির মত দীর্ঘস্থায়ী রোগ মোকাবেলার দিকে মনোযোগ দেয়।   একাত্তর বছর বয়সী কেনেডি তাঁর নাম এবং পারিবারিক ট্র্যাজেডির জন্য শিশুকাল থেকে জাতীয় পরিচিতি লাভ করেন। তিনি খাদ্য, ভ্যাক্সিন এবং রাসায়নিক নিয়ে তাঁর পপুলিস্ট এবং কোন কোন  সময় উগ্রবাদী মতামতের জন্য জনপ্রিয়তা লাভ করেছেন।   তাঁর অনুসারিদের সংখ্যা আরও বৃদ্ধি পায় কোভিড-১৯ মহামারীর সময়, যখন কেনেডি ভ্যক্সিন প্রস্তুতকারক কোম্পানিদের বিরুদ্ধে মামলা করতে একটি অলাভজনক প্রতিষ্ঠানকে সহায়তা করেন। তিনি বেশির ভাগ সময় সামাজিক মাধ্যমে প্রচারণার চালিয়ে ভ্যাক্সিন এবং সরকারী এজেন্সি যারা ভ্যাক্সিন  সমর্থন করে, তাদের উপর আস্থা খর্ব করেন। ট্রাম্পের সমর্থন নিয়ে কেনেডি দাবী করেন যে, জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর উপর জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য তিনি “অনন্য অবস্থানে” রয়েছেন। এই এজেন্সিগুলির মধ্যে রয়েছে  ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিন্সট্রেশন, দ্য সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং দ্য ন্যাশনাল ইন্সটিটিউটস ফর হেলথ।    
সম্পূর্ণ পড়ুন