ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) অন্তর্জালে মুক্তি পায় দেব অভিনীত ‘রঘু ডাকাত’র গান ‘জয় কালী’। কিন্তু এ গান তেমন সাড়া ফেলিনি দর্শক মহলে।
এখনও ভক্তরা উদ্যাপন করছেন ‘ধূমকেতু’ সিনেমা ও এর গান। সে রেশ না কাটতেই প্রেক্ষাগৃহে আসছে দেবের আরও একটি সিনেমা। তাই অনেক সিনেমাবোদ্ধারাই বলছেন, ‘ধূমকেতু’র মতো সাফল্য পাবে না দেবের নতুন এ সিনেমা।
‘রঘু ডাকাত’-এ শুধু অভিনয়ই করেনি দেব, এ সিনেমার সহ-প্রযোজক ও সৃজনশীল পরিচালকও তিনি। যে কারণে নতুন সিনেমা প্রচারে নতুন এক অভিনব কৌশল বুনেছেন দেব।
আরও পড়ুন: পর্দায় শুভশ্রীকে দেখে চোখে পানি দেবের
এ সিনেমার প্রযোজনা সংস্থা জানিয়েছে,
প্রেক্ষাগৃহে মুক্তির আগে ‘রঘু ডাকাত’র অভিনয়শিল্পীরা কোনো ব্যক্তিগত সাক্ষাৎকারে অংশ নেবেন না। তাদের শুধু দেখা যাবে সিনেমা ও এর গান সংশ্লিষ্ট অনুষ্ঠানে।
আরও পড়ুন: শ্বেতাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, ফেসবুক লাইভে এসে যা বললেন সৌমী
ধ্রুব ব্যানার্জির এ সিনেমায় দেব ছাড়াও অভিনয় করেছেন রূপা গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল,ওম সাহানি-সহ অনেককেই। সিনেমাটি এবারের পূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
]]>