রংপুরের বিপক্ষে রাজশাহীর একাদশে দুই পরিবর্তন

৫ দিন আগে
রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স দুদলের পয়েন্টই ৮ করে, তাদের মধ্যে পজিশনের হেরফের কেবল নেট রানরেটের জন্য। রংপুর আছে ২ নম্বরে, রাজশাহী চারে। তাদের মধ্যে মিল আছে আরও, দুদলই নিজেদের শেষ ম্যাচে হেরেছিল। জয়ে ফেরার লক্ষ্যে আজ এই দুদলের মধ্যে লড়াই।

এই ম্যাচে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী। তাদের একাদশে দুই পরিবর্তন। গতকাল বাংলাদেশে আসা কিউই অলরাউন্ডার জিমি নিশামকে একাদশে নিয়েছে রাজশাহী। দলে ঢুকেছেন আবদুল গাফ্‌ফার সাকলাইন। বাদ পড়েছেন আকবর আলী ও বিনুরা ফার্নান্দো।


রংপুর তাদের একাদশে পরিবর্তন এনেছে ৩টি। দাওভিদ মালান নেই, বাদ পড়েছেন সুফিয়ান মুকিম ও মৃত্যুঞ্জয় চৌধুরীও। দলে ঢুকেছেন কাইল মেয়ার্স, আকিফ জাভেদ ও আলিস আল ইসলাম।


আরও পড়ুন: ইনজুরিতে বিপিএল ছাড়লেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক


রংপুর একাদশ

কাইল মেয়ার্স, লিটন দাস, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), আকিফ জাভেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও আলিস আল ইসলাম।


রাজশাহী একাদশ

তানজিদ তামিম, মুহাম্মদ ওয়াসিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জিমি নিশাম, রায়ান বার্ল, এসএম মেহরব, আবদুল গাফ্‌ফার সাকলাইন, সন্দীপ লামিচানে, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।

]]>
সম্পূর্ণ পড়ুন