রংপুরে স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

১ সপ্তাহে আগে
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তৃণমূল পর্যায়ে ক্রীড়ার মান উন্নয়নে মিনি বিসিবি তৈরি করা হচ্ছে। রংপুর বিভাগ হলেও এখানে বিভাগীয় স্টেডিয়াম নেই। অচিরেই এখানে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ করা হবে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুর স্টেডিয়ামে ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যতে ক্রীড়াকে এগিয়ে নিতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করা হবে। প্রান্তিক পর্যায়ে মানুষের খেলার প্রতি আগ্রহ রয়েছে, আর সেই আগ্রহকে শক্তি হিসেবে ব্যবহার করে আমরা সবধরনের খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। উপজেলা ভিত্তিক টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড়দের সুযোগ তৈরি হচ্ছে।

 

এদিকে রংপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনাল খেলায় রংপুর সদর উপজেলার মুখোমুখি হয় গঙ্গাচড়া উপজেলা দল।

 

আরও পড়ুন: তফসিল ঘোষণার আগেই উপদেষ্টার পদ ছাড়ছেন আসিফ মাহমুদ

 

খেলা শুরু হয়ার ৩ ঘণ্টা আগেই স্টেডিয়ামের গেটে দর্শকের জোয়ার। গ‍্যালারী ভর্তি দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনায় এ এক ভিন্ন আমেজ। জুলাই ৩৬ গোল্ডকাপের ফাইনালে রংপুর জেলা স্টেডিয়ামে তিস্তাপাড়ের হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করলো ফুটবলের প্রতি ভালোবাসা।

 

ফাইনালে মুখোমুখি হয় রংপুর সদর ও গংগাচড়া উপজেলা। টান টান উত্তেজনাপূর্ণ ম‍্যাচের ১৭ মিনিটে গংগাচড়া উপজেলার ইউনুস কামারা গোল করে দলকে এগিয়ে নেন। ৩ মিনিট ব‍্যবধানেই রংপুর সদর উপজেলার জুয়েল গোল করে দলকে সমতায় ফেরান। ম‍্যাচের দ্বিতীর্থের ৬৫ মিনিটে জয় সুচক গোল করেন গংগাচড়া উপজেলার ইয়াসির। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রংপুরে এমন টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বসিত দর্শকরা। শুধু প্রতিশ্রুতির ফুলঝুড়ি নয়, দাবি জানান আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের।

 

আরও পড়ুন: উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন: নাছির

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন