বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
এর আগে বুধবার (২৩ এপ্রিল) রাতে রংপুর নগরীর মডার্ন মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাজহাট থানাধীন মডার্ন মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন দূরপাল্লার বাসে চাঁদাবাজির সময় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে দুই হাজার একশ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সড়কে শুয়ে বিএনপি নেতা লাভলু হত্যার বিচার দাবি
আটক ব্যক্তিরা হলেন, মোখলেছুর রহমান (৪৬), ফরিদ খান মিঠু (৫৪), শামীম হোসেন (৪৮), আশিষ কুমার চক্রবর্তী (৫৪), আনোয়ার হোসেন (৪৬) ও দীপক সরকার (৪৮)। তারা দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
]]>