রংপুরে নেই বিদ্যুৎ কোর্ট, ভোগান্তিতে ৫০ লাখ গ্রাহক

৩ সপ্তাহ আগে
রংপুর বিভাগে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৫০ লাখ গ্রাহক থাকলেও নেই কোনো বিদ্যুৎ কোর্ট। ফলে বিদ্যুৎ সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য গ্রাহকদের যেতে হচ্ছে রাজধানী ঢাকায়। এতে যেমন খরচ বাড়ছে, তেমনি শারীরিক ও মানসিক ভোগান্তিতেও পড়তে হচ্ছে ভুক্তভোগীদের।

রংপুরের গংগাচড়া উপজেলার বাসিন্দা নূরুল হুদা নাহিদের বিরুদ্ধে ২০২৪ সালে পল্লী বিদ্যুৎ সমিতি ৭০ হাজার টাকা বকেয়া বিলের মামলা করে। নাহিদ জানান, মামলা নিষ্পত্তির জন্য তাকে ঢাকার খিলখেত বিদ্যুৎ কোর্টে যেতে হয়েছে দুইবার। এতে প্রায় ৩০ হাজার টাকার অতিরিক্ত খরচ হয়েছে। শুধু অর্থনৈতিক নয়, শারীরিক ও মানসিক কষ্টও ভোগ করতে হয়েছে তাকে।

 

একই অভিজ্ঞতার শিকার হয়েছেন নয়ন মিয়া। মাত্র ১১ হাজার টাকার বকেয়া বিল নিয়ে মামলায় তার খরচ হয়েছে দ্বিগুণেরও বেশি। তিনি বলেন, ‘যদি রংপুরেই বিদ্যুৎ কোর্ট থাকত, তাহলে এতটা হয়রানি পোহাতে হতো না।’

 

গংগাচড়া জোনাল অফিস সূত্রে জানা গেছে, গেল এক বছরে শুধু এ জোন থেকেই বকেয়া বিলের ১৪৩টি মামলা হয়েছে। বিভাগীয় পর্যায়ে বিদ্যুৎ কোর্ট না থাকায় প্রতিটি মামলার জন্য বাদী ও বিবাদী উভয় পক্ষকেই ঢাকায় গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে।

 

আরও পড়ুন: টিকে থাকার লড়াইয়ে চরের ৪ লাখ পরিবার

 

নাগরিক সমাজ মনে করছে, এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রতিটি বিভাগে বিদ্যুৎ কোর্ট স্থাপন এখন সময়ের দাবি। রংপুর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, ‘বিদ্যুৎ সংক্রান্ত মামলা দ্রুত ও স্বচ্ছভাবে নিষ্পত্তি করতে বিভাগীয় পর্যায়ে বিদ্যুৎ কোর্ট চালু করা জরুরি। এতে গ্রাহক হয়রানি কমবে, সেবার মানও বাড়বে।’

 

এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. খুরশীদ আলম বলেন, ‘বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিভাগীয় কোর্ট স্থাপন করা গেলে উভয় পক্ষের সময় ও খরচ বাঁচবে।’

 

বর্তমানে রংপুর বিভাগে অবৈধ সংযোগ ও বকেয়া বিল সংক্রান্ত মামলার সংখ্যা প্রায় ২৫ হাজার। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট মহলের দাবি, বিদ্যুৎ সংক্রান্ত আইনি জটিলতা নিরসনে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে বিদ্যুৎ কোর্ট স্থাপনের উদ্যোগ এখনই নেয়া জরুরি।

]]>
সম্পূর্ণ পড়ুন