রোববার (২০ জুলাই) বিকেলে রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাসের এফডিসি কাউন্টারে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক ও রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, এই আধুনিকায়নের ফলে সড়কপথে নগরবাসীর জীবনযাপনের গতি বাড়বে।
বক্তব্য শেষে, হাতিরঝিল চক্রাকার বাসে র্যাপিড পাসের মাধ্যমে টিকিট কেটে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা। পরবর্তীতে বাস থেকে নেমে হাতিরঝিল ওয়াটার ট্যাক্সিতে চড়ে যাত্রা শেষ করেন তিনি। ওয়াটার ট্যাক্সিতেও যুক্ত করা হয়েছে র্যাপিড পাস সুবিধা।
নতুন এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন নগরবাসী। তারা জানান, আধুনিকায়নের ফলে টিকিট কাটার ভোগান্তি কমবে।
আরও পড়ুন: ফিটনেসবিহীন গণপরিবহন সরাতে বিশেষ ঋণ দেয়া হবে: ফাওজুল কবির
পরীক্ষামূলক এই পদ্ধতিতে ইতিবাচক ফল পেলে, পরবর্তীতে টোল প্লাজা এবং রেলপথেও এই সেবা চালু করা হবে বলে জানিয়েছে সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
]]>